নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু এখলাস কেশরহাট পৌরসভার বাকশৈল পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশু এখলাস পরিবারের লোকজনের অজান্তে বাড়ির বাইরে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির শুরু করে বাড়ির লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।