নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বাজারগুলোতে পেঁয়াজের ঝাঁজ আরো বেড়েছে। ভারত থেকে দ্বিতীয়বারের মতো পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর মাত্র একদিনের ব্যবধানে পাইকারি বাজারে ভারতীয় পেয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা। আর দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। হঠাৎ করে এভাবে এত বেশি দাম উঠায় বিপাকে পড়েছেন ক্রেতারা। গত বছরের মতো পেঁয়াজকাণ্ডের কথা চিন্তা করে বেশি দাম দিয়েই অনেকে বেশি পেঁয়াজ কিনছেন। যাতে ভবিষ্যতে ২০০ থেকে ৩০০ টাকা কেজি পেঁয়াজ খেতে না হয়। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি ও হস্তক্ষেপ
কামনা করেছেন। যাতে কোন সিন্ডিকেট পেঁয়াজের দাম বেশি নিতে না পারে।
আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর বাজারে ভরতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৭৩ টাকা কেজি করে বিক্রি হয়। আর খুচরা বাজারে বিক্রি হয় ৮০ টাকা। গতকাল এই পেঁয়াজের দাম পাইকারি বাজারে ছিল ৫২ টাকা কেজি। দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয় ৮০ টাকা ও খুচরা ৯০ টাকা দরে বিক্রি হয়। এভাবে চলতে থাকলে পেঁয়াজের দাম গত বছরের মতো নাগালের বাইরে চলে যাবে ক্রেতাদের শঙ্কা করছেন।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও ভ্রাম্যমাণ আদালতের দল বাজার থেকে চলে গেলে আবার বেশি দামে বিক্রি হতে শুরু করে।
এমকে