খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করলে শনিবার সকাল সাড়ে আটটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দিনাজপুর যাচ্ছিল। রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে এসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি মেরামতে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হলে সাড়ে আটটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শাহজাহান জানান, রাত দেড়টার দিকে মৌচাক স্টেশন এলাকায় রেল গেটের কাছে দিনাজপুরগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে জয়দেবপুর থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করলে সকাল সাড়ে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
খবর২৪ঘন্টা/নই