নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মামুন হোসাইন (কারারক্ষী নং-৫৩১) এর বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কারাগার থেকে জামিনে বের হয়ে আসার পর নগরীর ১৩ নং ওয়ার্ডের ষষ্টিতলা এলাকার বাসিন্দা আকাশ গণমাধ্যমের কাছে এ অভিযোগ তুলেছেন। এছাড়াও তিনি বিষয়টি নিয়ে থানা ও কারাগারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন ভুক্তভোগী আকাশ। বিষয়টি কাউকে না জানাতে কারারক্ষী মামুন ভুক্তভোগী আকাশকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে কারারক্ষী মামুন হোসানের পক্ষ থেকে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। মামুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলায়। বাড়িতে তার একটি স্ত্রীও রয়েছে।
ভুক্তভোগী আকাশ অভিযোগ করে জানান, তিনি রাজশাহী মহানগরীর ১৩নং ওয়ার্ডের ষষ্ঠিতলা মহল্লার বাসিন্দা। ঈদের তিন দিন আগে তাকে সন্দেহজনকভাবে আটক করে রাজশাহী মহানগর ডিবি পুলিশ। কারাগারে থাকার সময় মাঝে মাঝে তার স্ত্রী পারভীন ও ছেলে তার সাথে দেখা করতে যেতেন। তারা কারাগারে তার সাথে দেখা করতে গেলে কারারক্ষী মামুন হোসাইন কারারক্ষী নং-(৫৩১ (মোবাইল নং- ০১৭১৯-৭৯৭৪৭৯,০১৭১৩-৬৯৯৩৭২) তার স্ত্রীর সাথে কথা বলার ছলে তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ফেলেন।
কারারক্ষী মামুন তার স্ত্রীকে ভয় দেখিয়ে বলতেন, তার স্বামী (আকাশ) এর জামিন অযোগ্য মামলার ধারায় কারাগারে আছে। সহজে সে জামিন পাবেনা এবং ১৪ বছর বা কমপক্ষে ১০ বছর কারাগারে থাকতে হবে। এভাবেই সে তার স্ত্রীকে প্রেমের জালে ফেলে তাকে তালাক দিতে বাধ্য করিয়ে বিয়ে করে। এটা তিনি লোক মারফতে কারাগারে থাকা অবস্থায় জানতে পারেন। তিনি কারাগার থেকে জামিন নিয়ে বাসায় ফিরলে মামুন তাকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে হুমকি দিতে থাকে যাতে তিনি ঘটনাটি কাউকে না জানান।
এমনকি তাকে মেবাইলে (মোবাইল নং- ০১৭১৯-৭৯৭৪৭৯,০১৭১৩-৬৯৯৩৭২) হুমকি দিয়ে বলে তার ছেলেকেও সে তার কাছ থেকে নিয়ে যাবে এবং তাকে পুনরায় ইয়াবা, ফেনসিডিল, হিরোইন ও গাঁজা দিয়ে জেলে পাঠাবে। সে অন্য একটি মোবাইল নং-০১৭২১-১০৬০৬৬ থেকে রাজপাড়া থানার কাছে যেতে বলে। মোবাইলে তাকে হুমকি প্রদান করে যেন আমি তার চাকুরীর ব্যাপারে কোন ক্ষতি না করি। আর ক্ষতি করলে প্রাণনাশের হুমকি দেয়। তাই তিনি এখন প্রাণভয়ে বাড়িতে থাকেন না।
চলতি মাসের ১৬ ই সেপটেম্বর কারারক্ষী মামুন ২টা ২৮ মিনিটে এই নম্বর থেকে ০১৭১৯-৭৯৭৪৭৯ ও পরবর্তীতে আবারও ২টা ৪১ মিনিটে পিএম তার ব্যবহারিত মেবাইল নাম্বার- ০১৯৪৭৩০৪৭৪৬ নাম্বারে ফোন করে কারারক্ষী মামুন বলে তুই আমার বিরুদ্ধে যেখানে সেখানে গিয়ে যড়যন্ত্র করে বেড়াচ্ছিস। ২৪ ঘন্টার মধ্যে তার ফল বুঝতে পারবি। এ অবস্থায় তিনি পরিবার নিয়ে সুস্থভাবে যাতে বসবাস করতে পারেন এই জন্য আইন অনুযায়ী কারারক্ষী মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
কারারক্ষী মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য নয়। এটা তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কিন্ত খবর ২৪ ঘন্টা অফিসে বসে যখন ভুক্তভোগী আকাশ অভিযোগ দিচ্ছিলেন, তখন কারারক্ষী মামুন আকাশকে একাধিকবার ফোন দিয়ে হুমকি দেয় ও ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয়।
এ বিষয়ে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন ও রাজশাহী কারাগারের জেলারকে একাধিকবার কল দেয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।
অভিযোগ রয়েছে, জেলারের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও জেলার গণমাধ্যমকর্মীদের ফোন কম ধরেন। এমনকি পরে তিনি কল ব্যাক করেন না।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটিতে ক্লিক করুন ও খবর২৪ঘন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন
খবর২৪ঘন্টা/নই