বাঘা প্রতিনিধি: ড়াল নদে ডুবে নিখোঁজ দশম শ্রেণিতে পড়-য়া সাব্বির রহমান নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ ৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আড়ানী বড়ল নদের বাসুদেপপুর ঘাটে বন্ধুদের সাথে সাঁতার শিখতে গিয়ে ডুবে নিখোঁজ হয়।
সাব্বির রহমান আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আড়ানী পৌর বাজারের ওয়ার্ক সোপ ব্যবসায়ী এবং বাসুদেবপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
জানা যায়, সাব্বির রহমা সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দুই বন্ধুর সাথে বড়াল নদের বাসুদেবপুর ঘাটে টিউব নিয়ে সাঁতার শিখতে যায়। সেখানে ডুবে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা তাকে খোঁজ করে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দল খোঁজ করে বেলা সাড়ে ৩টার দিকে মৃত অবস্থায় পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বাসুদেবপুর গ্রামের গ্রাম প্রধান আফাস উদ্দিন। তিনি বলেন, সাব্বির রহমান সাঁতার জানতো না। বন্ধুদের সাথে টিউব নিয়ে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের দল লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের দল প্রধান নুরুননবী জানান, আমরা ঘটনাস্থলে পৌছার কিছুক্ষণ পর মৃত অবস্থায় পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
খবর২৪ঘন্টা/নই