খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী মুহাম্মদ আবু তালেব ও মোহাম্মদ বাসেত নামের রিয়াদ ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ওই স্বর্ণসহ তাদের আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও র্যাব-এর গোয়েন্দা সদস্যরা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা দুপুর থেকে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এরপর আনুমানিক বিকাল সোয়া তিনটার দিকে উক্ত বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে শুল্ক গোয়েন্দা তাদের নজরদারি বৃদ্ধি করে এবং র্যাব গোয়েন্দাদের সহযোগিতায় বিমান থেকে যাত্রী নামার সময় ওই যাত্রীকে শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকে।
একপর্যায়ে রিয়াদ হতে আগত যাত্রীকে ট্রানজিট পয়েন্টে শুল্ক গোয়েন্দা ও র্যাব গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিমানবন্দরে কর্মরত একজনের কাছে সঙ্গে আনা ২১টি স্বর্ণের বার হস্তান্তর করবেন। পরবর্তীতে তার কাছ পাওয়া তথ্যের ভিত্তিতে সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়।
২ কেজি ৪৪০ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বলে শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ