নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীর দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৯৫ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কিরণ হোসেন (৪০) কে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী মুনসিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া গ্রামের মৃত জাফরের ছেলে। আজ শনিবার দুপুর ১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুইচগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫
রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলার সুইচগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯৯৫ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কিরনকে আটক করে। আটক হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমকে