নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী রাখাকে কেন্দ্র করে রোগীর স্বজনের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বামী হামিদুল হককে আটক করে পুলিশে দেয় চিকিৎসকরা। হামিদুল ওষুধ কোম্পানীতে চাকুরী করেন।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হামিদুলের স্ত্রী মাসুদা পারভীন ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে নিয়ে যান হামিদুল। ওয়ার্ডে সিট না পাওয়ায় ওয়ার্ডের ভেতরে বসে যায় রোগী। এ সময় ইন্টার্ন চিকিৎসক রাকিব এসে তাদের সেখান থেকে সরে অন্যত্র বসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামিদুল হক ডাক্তারের উপর চড়াও হন। কথাকাটাকাটির এক পর্যায়ে
ইন্টার্ন ডাক্তারের সাথে তার হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর কর্তব্যরত আনসার সদস্যরা এগিয়ে এলে তাদের উপরও চড়াও হন তিনি। পরে তাকে আটক করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাকে পুলিশ বক্সে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজপাড়া থানায় পাঠানো হয়।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, ওই রোগীর স্বামীকে আটক করা হয়েছে। পরে তাকে বক্স থেকে রাজপাড়া থানায় পাঠানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে