1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
উচ্ছেদের পর আবারও রামেক হাসপাতালের সামনের ফুটপাত দখল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

উচ্ছেদের পর আবারও রামেক হাসপাতালের সামনের ফুটপাত দখল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপটেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক  : উচ্ছেদ অভিযানের মাত কয়েক ঘণ্টার মধেই আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানো হয়েছে। এতে আবারও ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। হাসপাতালের সামনের ফুটপাত দখল করে বসানো হয়েছে খাবার হোটেল বিভিন্ন দোকান। এর আগে গত বুধবার রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

করে সেখানে থাকা দোকান উচ্ছেদ করেন। কিন্ত দোকানগুলো উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই দখলদার দোকানিরা আবার সেখানে ফিরে আসে।
এমনকি হাসপাতালে বহির্বিভাগের কাছে গণশৌচাগারের সামনের অংশে দোকান করায় যে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, দুই ঘণ্টার মধ্যে না উঠলে তাঁর ২০ হাজার টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছিল, তিনিও রয়ে গেছেন বহাল তবিওতে।
ফুটপাতগুলো দখলমুক্ত করার পর আবারো দখলদাররা সেগুলো দখল করে নেয়। গত বহস্পতিবার সকাল থেকেই দখল হতে শুরু করে রামেক হাসপাতালের সামনের রাস্তার ফুটপাত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে গণশৌচাগারের সামনে যে দোকান পরিচালনা করা হচ্ছিল। গত বুধবার বেলা সোয়া ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সে দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তখন দোকানের কর্মচারী দুলাল আলী দুই ঘণ্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার কথা বলে মুচলেকা

দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে ২০ হাজার টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়। আবার সেখানে আগের মতো পসরা নিয়ে বসেছেন সেই গণসৌচচাগারের মালিক। কিন্তু শুক্রবার সকালে দেখা যায়, দোকানটি সেখানেই রয়ে গেছে।
এ বিষয়ে রাসিকের ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, যতবার বসবে ততবার অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST