শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বগুড়া জেলা পরিষদের সদস্য, শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমান ভুট্টো এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক লিটন সরকার, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ নেতা বায়জিদ বোস্তামী, মাহমুদুল হাসান রবিনসহ ম্যানেজিং কমিটির সদস্য ও অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
খবর২৪ঘন্টা/নই