পাবনা ব্যুরো: টেলিভিশন দেখা নিয়ে বড় বোনের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ছোট বোন অন্তরা খাতুন (১৮)।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে পাবনার চাটমোহর পৌর সদরের কাজীপাড়া নার্সারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অন্তরা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তিনি চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, রোববার রাতে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বড় বোন আশা খাতুন ও ছোট বোন অন্তরা খাতুন। এক পর্যায়ে কে কোন চ্যানেল দেখবে তা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ছোট বোন অন্তরা অভিমান করে নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
ঘন্টাখানেক পর রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অন্তরাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় অন্তরা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খবর২৪ঘন্টা/নই