পাবনা ব্যুরো: পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন নগরবাড়ি ঘাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাতে নগরবাড়ি ঘাট এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ উঠেছে, এই হামলার ঘটনায় সাবেক জামাত নেতা নব্য আওয়মীলীগে যোগ দেয়া ইমান আলীর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামীলীগের কর্মীদের উপর হামলা চালালিয়েছে।
হামলায় স্থানীয় মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের বড় ছেলে ব্যবসায়ী জহুরুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন হিটুসহ ৫ জন গুরুতর আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত অপর তিনজন স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।
হামলায় বিষয়ে আহতরা জানান, নগরবাড়ি ঘাট এলাকায় জামাত থেকে আওয়ামীলীগে নব্য যোগ দেয়া হাইব্রিড সদস্যরা পূব শত্রæতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এই হামলার মধ্য দিয়ে স্থানীয় জামাত বিএনপির নেতার্কমীরা ঘাট এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করছে বলে জানান তারা। সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই ব্যসায়ীর নিকট হতে নগদ ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
এই হামলার ঘটনায় সোমবার দুপুরে আহত জহুরুল ইসলাম জুয়েলের মা মোছাঃ জবেদা বেগম বাদী হয়ে আমিনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার বিষেয়ে পাবনা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, পূর্ব শত্রুতার জেরে নগরবাড়ি ঘাট এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিষটি নিয়ে তদন্ত চলছে। ঘটনায় মামলার পর হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
খবর২৪ঘন্টা/নই