লালপুর (নাটোর) প্রতিনিধিঃ উপজেলা পর্যায়ে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোরের লালপুরে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহি অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, ও পারভিন আক্তার। অনুষ্ঠানে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন,নাটোর কারিগরি নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ইন্সট্রাক্টর মাহফুজ হোসাইন ও গোলাম মোস্তফা।সেমিনারে বক্তারা দালালদের মাধ্যমে বিদেশ গমন না করে, দক্ষ জনশক্তি তৈরি ও দক্ষ কর্মী হয়ে বিদেশে গমনের জন্য, প্রশিক্ষণ গ্রহণ করে সরকারীভাবে বিদেশ গমনের জন্য সকলকে উদ্বুদ্ধ করনের ওপর জোর দেন।
খবর২৪ঘন্টা/নই