পাবনা ব্যুরো: ‘নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে পাবনার চাটমোহরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান।
সেমিনারে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) হান্নান মাহমুদ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, শিক্ষক এম এ জিন্নাহ, সাংবাদিক বকুল রহমান প্রমূখ। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তৃণমুল পর্যায়ের খেটে খাওয়া অনেক মানুষ দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়। দালালদের হাত থেকে বাঁচতে পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। সেইসাথে সচেতনতা ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা আয়োজনের পরামর্শ দেন।
খবর২৪ঘন্টা/নই