শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সাগরপুর এলাকায় সেলিং ফ্যান মেরামত করতে গিয়ে ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রিপন হোসেনের(৩০) মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামের গাবারু হোসেনের ছেলে রিপন হোসেন বাড়িতে বিদ্যুৎ না থাকার সুযোগে মেইন সুইচ বন্ধ না করেই ২ সেপ্টেম্বর বুধবার সকালে সেলিং ফ্যানে বিদ্যুত সংযোগ দিচ্ছিল। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ সঞ্চালণ হলে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা বরেন।
খবর২৪ঘন্টা/নই