খবর২৪ঘন্টা ডেস্ক: গণমাধ্যম কর্মীদের ভোগান্তি কমাতে এবং করোনাসহ সবধরনের সঠিক তথ্য জানাতে ১৫ সদস্যের মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার তত্ত্বাবধানে এই সেল গঠন করা হয়েছে।
মিডিয়া সেলের প্রধান করা হয়েছে এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানকে। তবে এমআইএস শাখার পাঁচজনকে আপাতত স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
জানা গেছে, গঠিত এ কমিটির সদস্যরাই শুধু গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন।
অন্য মুখপাত্ররা হলেন- ডা. আনোয়ারা শরিফ, ডা. শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, ডা. এবিএম শামছুজ্জামান সেলিম, ডা. মো. মারুফুর রহমান এবং ডা. মোহাম্মদ আদনান খান। এসব কর্মকর্তা ডিউটি রোস্টার অনুযায়ী মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মৌখিক নির্দেশে তিনি আর ওই দায়িত্বে নেই। গত কয়েকদিন নতুন কেউ মুখপাত্র হিসেবে না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য-উপাত্ত পেতে গণমাধ্যমকর্মীদের ভোগান্তি পোহাতে হয়।
এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, তাকে প্রধান করে মোট তিনটি টায়ারে গঠিত ১৫ সদস্যের সেলের কর্মকর্তারাই মূলত গণমাধ্যমের সঙ্গে আলাপ করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখা ও অপারেশন প্ল্যান (ওপি) প্রধানরা তাদের কাছে গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করবেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা তথ্য পেতে চান তারা মিডিয়া সেলের নিম্নলিখিত ই-মেইল অ্যাড্রেস [email protected], হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ এবং মিডিয়া সেল স্পোকসম্যানের নম্বরে ০১৭২৯০৫০২২২ যোগাযোগ করতে পারেন।
খবর২৪ঘন্টা/নই