খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কমডোর জুলফিকার আজিজ। সোমবার বিকেলে বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
কমডোর জুলফিকার আজিজ ১৯৬৩ সালের ১৮ অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাশের পর ১৯৮৪ সালে ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি।
পরবর্তীতে ১৯৮৯ সালে বুয়েট থেকে বিএসসিতে (মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং) প্রথম শ্রেণি পান। একই প্রতিষ্ঠান থেকে মেকাট্রনিক্সে মাষ্টার ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ভারত থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ২০১৬ সালে আয়ারল্যান্ডে পোর্ট ম্যানেজমেন্টের ওপরও প্রশিক্ষণ নেন তিনি।
পেশাগত জীবনে কমডোর জুলফিকার আজিজ নৌ সদর দফতর, বিভিন্ন জাহাজ, ডক ইয়ার্ড, খুলনা শিপইয়ার্ড, ডিজিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের আগে ২০১২ সাল থেকে তিনি প্রেষণে একই বন্দরের সদস্য (প্রকৌশল) হিসেবে নিযুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক এ নৌ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।