নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহাসীন মৃধার নির্দেশে কোচিং সেন্টারে অভিযান চালানো হয়েছে। করোনাভাইরাস এর মধ্যে কোচিং সেন্টার খোলা রাখার কারণে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহীদুল হক ও একাডেমিক সুপারভাইজার মোঃ রাহিদুল ইসলাম।
জানা যায় দুর্গাপুর মহিলা কলেজ রোডে ব্যতিক্রম, কেয়ার কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে বন্ধ করে দেন। ব্যতিক্রম কোচিং সেন্টারের পরিচালক মোঃ রিয়ানকে প্রাথমিক ভাবে সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত তার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেন ।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহাসীন মৃধা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/আব/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।