খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত।পাকিস্তানকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয় ফাইনালে ওঠেছে ভারত। ফলে এই আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন ভারতীয়রা। ভারত এ নিয়ে ৬ষ্ঠবারের মতো ফাইনালে ওঠল।
সনুমান গিলের সেঞ্চুরির সুবাদে ভারত বিশাল স্কোর গড়েছিল। গিল ৯৪ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া মনজোট কারলা ৪৭, শ ৪১ ও অভিষেক শর্মা ৩৩ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ মুসা ৪টি, আরশাদ ইকবাল ৩টি উইকেট নেন।
জবাবে ভারতীয় বোলাদের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানেরা। তাদের কেউই টিকতে পারেনি। পাকিস্তানের মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে সক্ষম হন। রোহাইল নাজির করেন সর্বোচ্চ ১৮ রান।ভারতের ঈশান পেয়েছেন চার উইকেট। (৬-১৭-৪), স্পিনার সিভা সিং ও রিয়ান প্রয়াগ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট অনুকূল ও অভিষেকের। এই ম্যাচ সেরা হয়েছেন শুভমন। ৯৪ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান শুভমন।
খবর২৪ঘণ্টা.কম/রখ