খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বঙ্গোপসাগর থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ ২ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আটক করেছে র্যাব ১৫। উদ্ধার করা ইয়াবার মূল্য ৬০ কোটি টাকা।
গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গভীর সমুদ্র থেকে আটক করা হয়। আটক দুইজন মিয়ানমার সীমান্ত থেকে ট্রলারযোগে বাংলাদেশের খুরুশখুল মাঝির ঘাটে আসছিল। তাদের কাছ থেকে একটি ফিশিং বোট, মোবাইল, সীম কার্ড ও নগদ টাকা উদ্ধার করে র্যাব।
আটক আয়াজ ও বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব-১৫।
জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।