নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার পরে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার একটি মাজারের দক্ষিণ পাশ থেকে ১৭ জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃতদের বাড়ি রাজশাহী মহানগরের বিভিন্ন থানা ও চন্দ্রিমা থানা এলাকায়।
এ তথ্য নিশ্চিত করে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর ছোট বনগ্রাম এলাকার একটি মাজারের
দক্ষিণ পাশে অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় ১৭ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কলকিসহ গাঁজা সেবনের অন্যান্য সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই জন উন্মাদ থাকায় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমকে