মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ও দুস্থ অসহায় মাঝে শীত বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনর্চাজ (ওসি) এস এম আবুল কাশেম আজাদ ।
বক্তব্য রাখেন রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা তিনি তাঁর বক্তব্যে বলেন পুলিশই জনতাই পুলিশ সম্বন্বয়ে সমাজ থেকে মাদক নিমূল সন্ত্রাস, জঙ্গীবাদ,বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি আরো সন্ত্রাস,জঙ্গি দমন ও মাদক নির্মুলে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশিং মানুষের আস্থা অর্জন ও পুলিশভীতি দূর করতে সক্ষম হয়েছে আত্ননিরাপত্তা বোধ সৃষ্টি করতে কমিউনিটি পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামদ, নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন,আজারুল ইসলাম বাবলু,আল-আমিন বিশ্বাস,এমাজ উদ্দিন খান,উপজেলা কমিউনিটি পুলিশ সাধারন সম্পাদক বাবশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, শতফুল নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা, ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ অধ্যক্ষ,প্রধান শিক্ষক,সুপার, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ,কমিউনিটি পুলিশ সদস্য এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ