মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বানিসর দক্ষিণপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আবুল কালাম (৫০) ও ফহিম উদ্দিন ওরফে ফইবরের ছেলে মিনহাজুল ইসলাম (৩৫)্।
পুলিশ জানায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার রুদ্রপুর গ্রামের শায়লা বেগমেরএকটি গরু গত মঙ্গলবার রাতে চুরি যায়। পরে অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে বানিসর গ্রামের
আবুল কালামের বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও মিনহাজুল ইসলামকে আটক করা হয়েছে। আটক আবুল কালামের বাড়িতে আরও ৫টি চোরাই গরু রয়েছে বলে ধারণা পুলিশের।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আবুল কালামের বাড়িতে থাকা ৫টি গরু গ্রামপুলিশের জিম্মায় রাখা হয়েছে।
এমকে