বাঘা প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় জোড়া টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯-০১-১৮) বিকেলে উপজেলার মনিগ্রাম চেতনা সংঘের উদ্যোগে মনিগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বলিহার ক্রিকেট একাদশকে গঙ্গারামপুর সবুজ বাংলা ক্রিকেট একাদশ পরাজিত করে। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পদক আফাজ উদ্দিন। উপস্থিত ছিলেন মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাবাতুল্লাহ প্রামানিক, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন সরকার, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল ইসলাম স্বপন, মনিগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন লেলিন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ