খবর২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু কাশ্মীরে গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে বারামুল্লা জেলার ক্রেড়ির একটি চেকপোস্টে এ হামলা চালানো হয়।
হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এএনআই।
নিহতদের মধ্যে দুজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য, অন্যজন জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত ছিলেন।
এনডিটিভি জানায়, সোমবার সকালে ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দিচ্ছিল। হঠাৎ করে কিছু ‘সন্ত্রাসী’ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।
পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
খবর২৪ঘন্টা/নই