নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে এক ভিক্ষুক এর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স (৫৫) বছর। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী মহানগরীর বাস টার্মিনাল এলাকা থেকে ওই ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। তার এক পা নেই। বর্তমানে নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার এস আই মোস্তাফিজার রহমান জানান, রোববার বিকেলে তিনি জানতে পারেন যে, নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে গোরহাংগা যাওয়ার পথে রাস্তার ধারে এক ব্যক্তি পড়ে রয়েছে। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
এরপর তার লাশ হাসপাতালের নেওয়া হয়। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় মানুষদের থেকে খবর নিয়ে জানা যায়, তিনি এলাকায় ভিক্ষা করতেন। তবে তার নাম বা পরিচয় কেউ জানেন না। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। কেউ তার পরিচয় বা নাম জানলে বোয়ালিয়া মডেল থানার যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমকে