1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অসুস্থ ক্রিকেটার চামেলীর পাশে মেয়র পত্নী রেনী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

অসুস্থ ক্রিকেটার চামেলীর পাশে মেয়র পত্নী রেনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মেয়র লিটন পত্নী শাহীন আকতার রেনী জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাপাড়া এলাকায় অসুস্থ চামেলীর বাড়িতে তাকে দেখতে যান বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। এসময় চামেলীকে আশ্বাস্ত করে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য যা যা করা দরকার তা ব্যবস্থা করা হবে।এসময় তিনি চামেলীর পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। এর আগে বুধবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চামেলীকে তার বাসায় দেখতে যান মেয়র লিটন। এ সময় তাৎক্ষণিক

তিনি চামেলীর উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা প্রদান করেন। এছাড়াও অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন মেয়র লিটন। উল্লেখ্য, অসুস্থ প্রমীলা ক্রিকেটার চামেলীর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মেরুদ-ের হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে মুমূর্ষ অবস্থায় পৌঁছেছেন ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং প্রমীলা ক্রিকেটার চামেলী। মেরুদ-ের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ। এ অবস্থায় দ্রুত দেশের বাইরে সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team