বিনোদন,ডেস্ক: চোখের চাহনিতে নেট দুনিয়া কাবু করা ‘ভাইরাল নায়িকা’ প্রিয়া প্রকাশ ভারিয়ার এবার বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছেন। জাতীয়স্তরের এক বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে প্রিয়ার। তবে নবাগত হিসেবে প্রিয়ার পারিশ্রমিকের অঙ্কটা ঈর্ষণীয়। জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য প্রিয়া পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ১ কোটি রুপি।
এমনিতেই প্রিয়া প্রকাশ তার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য প্রায় সাড়ে ৭ লাখ রুপি করে নিচ্ছেন। প্রিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫০ লাখেরও বেশি। মাত্র একদিনেই প্রায় ছয় লাখ মানুষ ইনস্টাগ্রামে তার ফলোয়ার হয়েছে। এ ক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার বিচারে প্রিয়ার স্থান কাইলি জোনার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঠিক পরেই।
প্রসঙ্গত, মালায়ালাম সিনেমা ‘ওরু আদার লাভ’ এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়ার চোখের ইশারায় মজেছিল নেট দুনিয়া। এবার বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় এসে সবার চোখের ঘুম কাড়তে চলেছেন প্রিয়া। খুব শিগগিরই বলিউডে পা রাখতে পারেন তিনি।
সূত্র: বলিউড লাইফ
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।