পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : ব্যাংক দখল ও টাকা লুটের মাফিয়া প্রধান এস আলম কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা লুট ও মেধাহীনদের অবৈধ নিয়োগের প্রতিবাদে পুঠিয়ার বানেশ্বরে ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এস আলম ইসলামী ব্যাংকের দখল নেয়ার পর এ ব্যাংকের সেবার মান ধ্বংস করতে চট্টগ্রামের পটিয়ার পানের দোকানদার, বাড়ির কাজের বুয়া, অটো চালক, রাজমিস্ত্রির সহকারী ও সাম্পানের রংমিস্ত্রী সহ বিভিন্ন শ্রেণির অশিক্ষিত ও অর্ধ্বশিক্ষিত লোকদের বিজ্ঞাপন ও চাকরির পরীক্ষা ছাড়াই নিয়োগ দেয়। এদের অনেকেই ভুয়া সার্টিফিকেটধারী।
তদের মাধ্যমে এস আলম ইসলামী ব্যাংক বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তারা ব্যাংকের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার করে চলেছে এবং বর্তমান ম্যানেজমেন্টকে নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তারা অদক্ষ উশৃংখল ভুয়া সার্টিফিকেটধারী পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়াদের নিয়োগ বাতিল করার দাবী জানান। এস আলম কর্তৃক লুটের টাকাও উদ্ধার করার কথা বলেন তারা। মানববন্ধনে পর বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশের বাংলাদেশ বানেশ্বর শাখার গ্রাহক রাকিব উদ্দিন, আফজাল হোসেন ফারজানা খানম ও শরিফা বেগম।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।