নিজস্ব প্রতিবেদক : গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের দুই গালে জুতা মারার স্লোগান দেওয়া হয়।
‘জুলাই ঐক্যের’ পক্ষ থেকে আয়োজন করা হয় এ কর্মসূচি। এতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, অর্থ সম্পাদক জহির রায়হান, আইন সম্পাদক নাজির আহমেদ সুপ্ত ও রাজশাহী কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্কুল, কলেজ ও মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, আমরা অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। ফ্যাসিস্ট এই দলকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো আব্দুল হামিদকে দেশ থেকে চলে যেতে দেওয়া হয়েছে।
এ সময় তারা আরও বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। গণহত্যার দায়ে দলটির বিচার কার্যকর না করলে আমরা আবারও আন্দোলন গড়ে তুলবো। কর্মসূচিতে আসিফ নজরুলকে নিয়ে প্রশ্ন তোলা হয়।
অবস্থান কর্মসূচিতে ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,’দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”আসিফ নজরুলের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
এদিকে, শনিবার বিকেলে নগরীর তালাইমারী এলাকায় পৃথক কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। অন্যথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
বিএ.
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।