দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো: উপজেলার দাওকান্দি গ্রামের সিআর মামলায় পরোয়ানা ভুক্ত আসামি, মোসাঃ রাহেদা বিবি, সিআর মামলায় মাড়িয়া গ্রামের মাহফুজুর রহমান ও আমগ্রাম এলাকার মো: আবুল কালাম আজাদ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুরুল হোদা জানান, থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরের তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএ..