নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজারের গনকপাড়া মোড়ে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমীর ও রাজশাহী -১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে অরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটবে। তাই অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চাইনা আর কোনো ডামি নির্বাচন দেখতে চাইনা। স্বৈরাচারি শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলকে প্রতিরোধ করতে হবে। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একামাতে দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।
রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমির এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বানিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী -৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সভাপতি শামিম উদ্দিন, রাবি শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।
বিএ..