মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
খুনি হাসিনার বিচারের দাবিতে ও সারা দেশে ফ্যাসিস্ট আওয়ামীলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রিপন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এফ আই সবুজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ডি এম মাহবুব প্রমুখ।
বিএ..