নিজস্ব প্রতিবেদক : ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) রাজশাহী মহানগর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি সমরনায়ক বীর উত্তম জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ওই বছরের মধ্য আগষ্ট থেকে চলা টালমাটাল পরিস্থিতির অবসান হয়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
গত জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে ১৭ বছর পর পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও সারাদেশে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা দিবসটি পালন করছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক(দপ্তরের দায়িত্ব) ও সাবেক কাউন্সিলর মো: বজলুল হক মন্টু।
বিএ..