রাজশাহী চারঘাটে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ ।
শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় র্যাব। অভিযানে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত শনিরবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৫ জনকে আটক করে র্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১শথ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
আটককৃতরা হলেন- চারঘাট উপজেলার -মৌগাছীগ্রামের রফিকুল ইসলাম (৬০), দামকুড়া এলাকার মাইনুল (৩৪), বগুড়ার সোনাতলা এলাকার সাজ্জাদ হোসেন মুকুল (৫৭), বেলপুকুর এলাকার আব্বাস আলী (৩০) ও বানেশ্বর এলাকার তুহিন (২৫)। আটককৃতদের চারঘাট থানায় সোপর্দ করে এমটি মামলা দায়ের করা হয়েছে।
বিএ…