বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য বিপর্যস্ত হয়েছে। যার প্রভাবে চেন্নাইসহ উপকূলীয় ৭ জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ফলে তামিলনাড়ুর রাজধানীতে গিয়ে আটকা পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খান।
অবশেষে ১ দিন পর নৌকায় করে তাকে উদ্ধার করা হয়।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সাধারণ নাগরিকদের মতো নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছান আমির। এসময় তার সঙ্গে ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি।
এক পোস্টে বিষ্ণু লেখেন, উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন তারা। করপক্কমে উদ্ধারকাজ চলছে। আমি তিনটি উদ্ধারকারী নৌকা দেখতে পেয়েছি।
বন্যা পরিস্থিতিতে তামিলনাড়ু সরকারের তৎপরতার প্রশংসা করেন তামিল সুপারস্টার। এর দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাড়ির ছবি পোস্ট করেন বিষ্ণু। বাড়ির ছাদে বসে সেটি তোলেন তিনি।
ছবিতে দেখা যায়, বাড়ির এক তলা প্রায় পানির নিচে। বিদ্যুৎ নেই, ছিল না মোবাইল ফোনের নেটওয়ার্ক। তবে বিষ্ণু দাবি করেন, সাহায্য পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। একে একে সব বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাচ্ছে ত্রাণ সামগ্রী।
গত অক্টোবরে চাউর হয়, অভিনয় থেকে বিরতি নিয়ে মুম্বাই ছেড়েছেন আমির। তবে পেশাগত নয়, ব্যক্তিগত কারণে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। তার মা থাকেন সেখানে। বার্ধক্যজনিত কারণে বেশ অসুস্থ তিনি। তাই মায়ের পাশে থাকতে গত কয়েক মাস ধরে সেই রাজ্যে ছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট। সেখানে থাকাকালীনই এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হলেন থ্রি ইডিয়টস খ্যাত তারকা।
বিএ.