দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯ টার দিকে পৌরশহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার পেট্রোল পাম্পে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
নিহতরা হলেন, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে পুলিশ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম (৪০) এবং একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে সুজন হোসেন (৪০)।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
বিএ/