বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই এক সময় তত্ত্বাবধায়ক চেয়ে আন্দোলন করেছিল। এখন তারাই সংবিধানের অজুহাত দেখায়। জনগণ আর ভুল করবে না।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে নওগাঁয় সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি। নওগাঁ শহরের বাইপাস বরুন কান্দি এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির মাধ্যমে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা। তারা মামলা ও জেলের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সিনিয়র নেতা নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু প্রমুখ বক্তব্য রাখেন।
কেন্দ্র বিএনপির এই রোডমার্চটি নওগাঁর মান্দা উপজেলা হয়ে বিভাগীয় শহর রাজশাহীতে গিয়ে পৌঁছাবে।
বিএ/