1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজধানীর সাত থানায় ১১ মামলা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজধানীর সাত থানায় ১১ মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলা, ২০২৩

রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৪৬৭ জনের নাম উল্লেখ করে সাত থানায় ১১টি মামলা হয়েছে।

বাস পোড়ানো, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে। মামলায় ৫৪৭ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৪৬৭ জনের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে এখন পর্যন্ত ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলাগুলো মধ্যে রাজধানীর বংশাল, সূত্রাপুর, বিমানবন্দর ও কদমতলী থানায় একটি করে, যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানায় দুটি করে এবং উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন বলেন, দারুস সালাম, ডেমরা ও উত্তরা পশ্চিম থানা আরও বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় অন্তত পাঁচটি জায়গায় বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিশেষ করে, রাজধানীর ধোলাইপাড় ও মাতুয়াইল এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সতর্ক পাহারার নামে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় সংঘর্ষে জড়িয়েছে।

এ সময় ভাঙচুর করা করা হয় বেশ কয়েকটি যানবাহন। আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে। পুলিশ ও বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST