1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি! বিপাকে কৃষকরা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

পুঠিয়ায় গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি! বিপাকে কৃষকরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলা, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় বেড়েছে ব্যাপক হারে গভীর নলকূপের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা। কোনভাবে রোধকরা যাচ্ছে না চুরি। এঘটনায় সরকার ও কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

গত ২৯ জুন সারা দেশে পালিত হয়েছে পবিত্র কোরবানির ঈদ। ঈদের কয়েকদিন আগে থেকে শুরু করে সোমবার ৩ জুলাই পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি স্থানে ঘটেছে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মত ঘটনা। এসব চুরির ফলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষকরা আবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকার।

সরেজমিনে দেখা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর দেওয়া গভীর নলকূপের ব্যবহৃত বিদ্যুতের ট্রান্সফরমার কোথাও কোথাও রাতের আধারে চুরি হয়ে গেছে। আবার কোন কোন জায়গায় চোররা ট্রান্সফরমার নামানোর সময় অপারেটররা দেখে ফেলায় রেখে পালিয়ে গেছে। এছাড়াও ট্রান্সফরমার বৈদ্যুতিক পিলার থেকে নামিয়ে নিচে রেখে পালিয়ে গেছে গেছে।

উপজেলার ধোপাপাড়া গ্রামের বায়ান্ন বিঘার চরা নামের এলাকায় বরেন্দ্রের গভীর নলকূপ থেকে কৃষকদের জমিতে পানি দিতেন। অপারেটর সাহাবাজ আলী জানান, কোরবানির ঈদের পরের রাতে ট্রান্সফরমার চুরি হয়ে যায়। বিপাকে গন্ডগোহালী মোজার পুর্ব ধনঞ্জয় পাড়ার কৃষকরাও। অপারেটর আবুল কালাম জানান, এখান থেকেও চোরেরা ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাবার সময় দেখতে পাওয়ায় রেখে পালিয়ে যায়। তিনটি ট্রান্সফরমারের মধ্যে চোরেরা একটি ট্রান্সফরমার নিচে নামিয়ে ফেলেছিল। আরও দুইটি ট্রান্সফরমার বৈদ্যুতিক পিলারের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। একই সমস্যায় পড়েছেন ভালুকগাছির কান্তার বিল এলাকার কৃষকরা। , ফুলবাড়ী এলাকার অপারেটর কালু মিয়াও পড়েছিলেন এই সমস্যায়। শোনা যাচ্ছে উপজেলার আরও বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার চুরি হওয়ার কথা।

পরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাথে যোগাযোগ করলে তারা সবকিছু ঠিকঠাক করে দিয়ে যায়।
বরেন্দ্র গভীর নলকূপ অপারেটর ও কমিটির সভাপতিদের সাথে কথা বলে একই রকম বক্তব্য পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট কেউই থানায় কোন অভিযোগ করতে পারেনি।

এ ব্যপারে ভুক্তভোগীরা বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে থানায় অভিযোগ বা জিডি করতে নিষেধ করেন। কতৃপক্ষ বলে লিখিত অভিযোগ দিন বিষয়টি আমরা দেখছি।

অভিযোগ উঠেছে ট্রান্সফরমার সার্ভিসিং করে দিয়ে টাকাও নিচ্ছেন বিএমডিএতে চাকরি করা মেকানিক খায়রুল ইসলাম। অন্যদিকে পুঠিয়া উপজেলার সরকারি প্রকৌশলী বিএমডি এর মোঃ হানিফ শিকদার তিনি জানান, সার্ভিসিং করে দিয়ে কোন টাকা নেয়ার নিয়ম নেই। তথ্য সংগ্রহের জন্য অন্য অপারেটরদের কাছে যাওয়ার আগেই মেকানিক খায়রুল ইসলাম ফোন দিয়ে সাংবাদিক যাওয়ার কথাও বলে দিচ্ছেন।

জানতে চাইলে, মেকানিক খাইরুল ইসলাম রেগে গিয়ে সবকিছু অস্বীকার করেন।

ট্রান্সফরমার ছুরির সত্যতা নিশ্চিত করে, সার্বিক বিষয়ে মোঃ হানিফ শিকদার, প্রকৌশলী বিএমডিএ পুঠিয়া, রাজশাহী তিনি বলেন, বেতন দেওয়ার সময় প্রতিটি অপারেটরকে মেসেজ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। এটা সাধারণ মানুষের পক্ষে চুরি করা সম্ভব নয়। আর কৃষকদের অবশ্যই আরো বেশি সচেতন হতে হবে নইলে চুরি ঠেকানো সম্ভব নয়। সাধারণ কৃষকরা এসব বিষয়ে থানায় কোন অভিযোগ বা জিডি করে না কেনো, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিএমডিএ এর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়। গত কয়েকদিনে যে চুরি হয়েছে সেসব বিষয়ে ব্যবস্থা নেয়া হয়নি, কিন্তু ব্যবস্থা নেব।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, শুধু বিএমডিএ নয় সব ধরনের চুরি রোধে আমরা ২৪ ঘন্টাই তৎপর রয়েছি। বিএমডিএ থেকে একটি অভিযোগ করার জন্য এসেছিলেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, পুঠিয়া উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মোট ১৭০ টি গভীর নলকূপ রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST