1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দেশের বাজারে কমল সোনার দাম - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

দেশের বাজারে কমল সোনার দাম

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৬ হাজার ৬৯৪ টাকা। এতদিন যা ছিল ৯৮ হাজার ৪৪৪ টাকা।

রোববার (২৮ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যেবক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামীকাল সোমবার (২৯ মে) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৬ হাজার ৬৯৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৩২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ৬৫ হাজার ৯৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১০৫০ টাকা অপরিবর্তিত আছে।

সবশেষ গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস। যা ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৮ হাজার ৪৪৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয় ৬৭ হাজার ১২৬ টাকা।

এর আগে গত ১ এপ্রিল দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম নির্ধারণ করেছিল বাজসু। সে সময় সবচেয়ে ভালো মানের সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছিল ৯৯ হাজার ১৪৪ টাকায়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST