উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনিসুর রহমান।
সংস্থাটির ৫ ইউনিটের পৌনে ১ ঘণ্টার প্রচেষ্টায় বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
এর আগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ১৯ মিনিটের দিকে অগ্নিকাণ্ড ঘটে মার্কেটটিতে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিসের সদর দফরে ডিউটি অফিসার আনিসুর রহমান জানান, সকাল ১০টা ১৯ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএ/