ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
মার্চ ২৮, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় রবিউল ইসলাম (৩৫) নামের এক মানুষিক রোগি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) ভোর রাতের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের বড় সেনভাগ গ্রামের ভোলা মন্ডলের ছেলে।

নিহতের প্রতিবেশী মোস্তাক আহমেদ জানান, দীর্ঘদিন থেকে রবিউল মানুষিক রোগে আক্রান্ত ছিল। মঙ্গরবার ভোররাতে পরিবারের লোকজনের অগোচরে ফাঁকা একটি ঘরে গলায় ফাঁস দেন তিনি। সকালে তার বাড়ির লোকজন ফাঁস দেয়া দেখে থানায় খবর দেয়।

এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ওই ব্যক্তি জীবিত অবস্থায় মানুষিক রোগি ছিল। প্রাথমিক তদন্তে ও পরিবারের তথ্যমতে বিষয়টি আত্মহত্যার নমুনা পাওয়া যাচ্ছে। আর পরিবারের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।