নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১১ মার্চ) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মনত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
প্রভাষক আশিকুজ্জামান ও সহকারী অধ্যাপক কোহিনুর সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজলা আওয়ামী লীগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালক চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরী মুক্তা, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিনাহ ঝরনা, আহমেদ হোসেন বাবু. শিক্ষক পরিষদের সাঃ সম্পাদক সহকারী অধ্যাপক আলমগীর কবির, ডঃ সামসুল আলম, শিক্ষকমন্ডলী ও সুধিজন প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিকআয়োজনের মধ্য অনুষ্ঠান শেষ হয়।
বিএ/