1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছিনতাই ও অপহরণ করতে গিয়ে পুলিশের এসআইসহ ৪ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

ছিনতাই ও অপহরণ করতে গিয়ে পুলিশের এসআইসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মারচ, ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে ডেমরা থানার এক এসআইসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তারকৃত পুলিশের ওই এসআইথর কাছ থেকে সরকারি পিস্তল ও হ্যান্ডকাফসহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ শুক্রবার আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে ডেমরা থানার এসআই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া (২০) এবং বিজয় (২৬)।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব মামলায় উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিযোগে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদি আসছিলেন। পথিমধ্যে সজীব তার মামা সবুজের সঙ্গে দেখা করতে প্রভাকরদি বাজারে নামেন। সেখানে যাওয়া মাত্রই গ্রেপ্তারকৃত পুলিশের এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাদের ঘিরে ফেলে এবং তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে সজীব ও তার বন্ধুকে হাতকড়া লাগিয়ে দেন।

এদিকে গ্রেপ্তারকৃত আসামি মোজাম্মেল হক ঢাকা ডেমরা থানার এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। তবে গ্রেপ্তারকৃত অপর তিন আসামি তার থানার কনস্টেবল নয় বলে জানান তিনি।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) নাহিদ মাসুম ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST