1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ৩ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্ুয়ারী, ২০২৩

নওগাঁর পত্নীতলায় উপজেলার আমবাটি মোড়ে বাস ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও ভ্যানচালকসহ নিহত হয়েছেন ৩ জন । দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। গত শুক্রবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে পত্নীতলায় উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে যাত্রী নিয়ে একটি ভ্যান নজিপুর থেকে আমবাটির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতীর বাসের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ ঘটনাস্থলে ১জন নিহত হয়।
এঘটনায় আহত ৫জনকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনের মৃত্যু হয় এবং ভ্যান চালকের অবস্থা সংকটাপন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা সকলেই ভ্যানের যাত্রী। আহত তিন জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাঁটা গ্রামের রাসেলের স্ত্রী সানজিনা বিবি (২৭), একই এলাকার মৃত আমজাদ হোসেনের স্ত্রী ও সানজিনার মা শরিফা বিবি (৪৫) ও উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান (৪০)।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় কবলিত ভ্যান ও বাসটি জব্দ করা করা হয়েছে তবে ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST