গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করতে এসে দুই যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন, শাওন দাশ (২২) ও আমির হোসেন (১৯)।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জানান, পুলিশের স্টিকার লাগিয়ে রাতে গরু চুরি করতে এসেছিল চারজন। স্থানীয়রা টের পাওয়ার পর তাদের ধরার চেষ্টা করেন। দুজন পালিয়ে গেলেও দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহম্মেদ বলেন, চারজনের একটি দল চুরি করতে যায়। স্থানীয়রা টের পাওয়ার পর তাদেরকে ধরতে চেষ্টা করে। এ সময় দুইজন দৌড়ে পালিয়ে যায়, অন্য দুজন ধরা পড়েন।
তিনি আরও বলেন, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের সঙ্গে থাকা পুলিশ স্টিকার লাগানো চট্ট মেট্রো-খ ১১-০০৮০ নাম্বারের গাড়িটি জব্দ করা হয়েছে। তারা পেশাদার চোর, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সুত্র-আরটিভি
বিএ/