ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে প্রধান শিক্ষিকাকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন

লালপুর (নাটোর) সংবাদদাতা
নভেম্বর ১৬, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫), তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গকে (২০) মারধরের ঘটনায়
জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা উক্ত ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ গত (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশার প্রতিবাদ করলে ওই শিক্ষক ও তার ছেলেকে মারধোর করে সন্ত্রাসীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।