রাজশাহীর দুর্গাপুরে ভিমরুলের কামড়ে ৬ জন আহত হয়েছে। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ভিমরুলের কামড়ে আহতরা সবাই পথচারি ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ভ্যান গাড়ী যোগে কয়েকজন যাত্রী দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর কলেজ সংলগ্ন রাসেলের বাড়ির পাশ থেকে ভিমরুল উড়ে এশে তাদের আক্রমণ করে।
এসময় তাঁরা পালানোর চেষ্টা করলে ভিমরুলের দল তাদের শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। একই সাথে অন্যান্য পথচারিরাও ভিমরুলের কামড়ের শিকার হন। এতে ভিমরুলের কামড়ে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, উপজেলার সিংগা গ্রামের আবুল কালাম (৬০) একই গ্রামের দুলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (৫০) বাদের আলী (৬৫) মাছুরা বেগম (৩৫) রৈপাড়া গ্রামের ওয়াইজুল ইসলাম (৫১) ও কাঁঠালবাড়িয়া গ্রামের সাখাউর রহমান (৩০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মেহেদী হাসান জানান, ভিমরুলের কামড়ে আহতদের চিকিৎসা চলছে। তাঁরা অনেকটাই শষ্কামুক্ত।
বিএ/