1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
টানা ভারি বর্ষণেপাহাড় ধসে প্রাণ গেল ৪ জনের - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

টানা ভারি বর্ষণেপাহাড় ধসে প্রাণ গেল ৪ জনের

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২

টানা ভারি বর্ষণে চট্টগ্রামে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে একই থানার ফয়েস লেকের লেকসিটি এলাকায় এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের আকবর শাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর পুলিশের টিম সেখানে ছুটে যায়। এরপর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুজনকে মৃত ঘোষণা করেন।

পাহাড় ধসের আরেকটি ঘটনায় একই থানাধীন ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় আরো দুইজনের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুজনের মৃত্যু হয়। সেখানে শনিবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়েছে বলেও জানান তিনি।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST